পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, চট্টগ্রাম বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন নির্বাহী ও নিয়ন্ত্রণকারীসংস্থা সমূহের মধ্যে একটি।। এই দপ্তরের প্রধান কাজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ( ১১ টি) ও উপজেলা (১০৩ টি) পর্যায়ে তাঁহার নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠান সমূহে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। এ ছাড়া এই কার্যালয় স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা ও প্রদান করে থাকে। পরিচালক (স্বাস্থ্য) এই দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।তাঁকে একজন উপপরিচালক সহায়তা প্রদান করেন। এ ছাড়া তিন জন সহকারী পরিচালকসহ অন্যান্য সাতচল্লিশ জন কর্মকর্তা-কর্মচারী্র পদ এই কার্যালয়ে রয়েছে। এই বিভাগের আওতাধীন প্রতিটি জেলায় সিভিল সার্জন এবং উপজেলা সমূহে উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও এই বিভাগে ৬টি ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এবং ৫টি ১০০শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিষ্ঠান প্রধান হিসেবে হাসপাতাল তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক সমমান) এবং ১০০শয্যা বিশিষ্ট হাসপাতালে সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক হিসেবে প্রতিষ্ঠান প্রধান এর দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস