জেলা/ উপেজলা হাসপাতাল
· বহি: বিভাগে সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
· হাসপাতালের জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে এবং আগত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
· দিবা রাত্রী ২৪ ঘন্ট ইওসি সেবা প্রদান করা হয়।
· ভর্তি রোগীদের বিশেষজ্ঞদের তত্ত্ববধানে মেডিসিন চিকিৎসা সহজেনারেল সার্জারী, অর্থোপেডিক, গাইনী, মেজর ও মাইনর অপারেশন করা হয় (প্রয়োজন ক্ষেত্রে)।
· হাসপাতালের বহি: বিভাগ, অন্ত:বিভাগে রোগীদের প্রয়োজনীয় প্যাথলজি পরীক্ষা, এক্স-রে ও ইসিজি করা হয়।
· জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষারোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষা ও কুষ্ঠ রোগীদেরবিনামূল্যে ঔষধ সরবরাহ
করা হয়।
· প্রতিদিন শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় রোগ প্রতিরোধক টিকা দ টিকা দেয়া হয়।
· নারী বান্ধব হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হয়।
· আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।
· এইচআইভি/এইডস রোধে জনসচেতনতামুলক কর্মসূচী পালন করা হয়।
· ডায়রিয়া রোগীদের জন্য ওআরটি কর্ণার চালু আছে।
· রেফারকৃত রোগীদের গুরুত্বসহকারে স্বাস্থ্য সেবা দেয়া হয় এবংপ্রয়োজনবোধে কোন কোন রোগীকে মেডিকেল কলেজ হাসপাতালে ও বিশেষায়িত হাসপাতালেরেফার
করা হয়।
· সরবরাহ সাপেক্ষে ঔষদ সমুহ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে সরবরাহ করা হয়।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র / উপ স্বাস্থ্য কেন্দ্র/সরকারী বহিঃ বিভাগ ডিসপেনশরী
সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত সেবা গ্রহনের জন্য আগত সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
কমিউনিটি ক্লিনিকঃ
সকাল ৮.০০ হতে ৩.০০ পর্যন্ত সেবা গ্রহনের জন্য আগত সকলকে প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এবং ২৯ প্রকারের ঔষধ বিনা মূল্যে সরবরাহ করা হয়।
উল্লেখযোগ্য সেবা সমূহ
· মা ও নবজাতেকর স্বাস্থ্য পরিচর্যা
· শিশু রোগের সমন্বিত চিকিৎসা সেবা
· প্রজনন স্বাস্থ সেবা
· ইপিআই, এআরআই সেবা
· পুষ্টি শিক্ষা ও সম্পুরক মাইক্রো-নিউট্রিয়েন্ট প্রদান
· স্বাস্থ্য শিক্ষা
· সাধারন রোগ ও জখমের চিকৎসা
· জরুরী ও জটিল রোগী উচ্চতর পর্যায়ে রেফার করা
মাঠ পর্যায়ের সেবা সমুহ :
মাঠকর্মীগণ মাঠ পর্যায়ে ইপিআই, গর্ভবর্তী মহিলাদের প্রজনন সেবা, ডাইরিয়া, এআরআই, স্বাস্থ্যশিক্ষা, জন্ম নিবন্ধনসহ নানা রকম স্বাস্থ্য সেবার কাজ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস